কক্সবাজারের মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সময়: 8:11 am - October 5, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রশিদ আহমেদ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহত রশিদ আহমেদ শাপলাপুর ৫ নং ওয়ার্ডের মৃত জুলু মিয়ার ছেলে এবং তিনি শাপলাপুর বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মো. কাইছার হামিদ।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ষাইটমারা এলাকার সড়কে একটি সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এতে রশিদ আহমেদ নামের ওই ব্যক্তি নিহত হন। এঘটনায় আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. কাইছার হামিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর