সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকারের ক্যাশিয়ারখ্যাত আবুল কালাম আজাদ প্রাইজ পোষ্টিং বাগিয়েছেন নগর গণপূর্ত বিভাগে

সময়: 3:09 pm - November 5, 2024 |

মানব কথা: ফ্যাসিবাদ সরকারের সংসদীয় আসনের প্রতিনিধি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার ক্যাশিয়ারখ্যাত আবুল কালাম আজাদ পাহাড় সমান দুর্নীতি ও অনিয়ম করে এখন ঢাকা গণপূর্ত বিভাগ-৩ হতে নগর গণপূর্ত বিভাগে প্রাইজ পোষ্টিং বাগিয়ে নিয়েছেন।

জানা গেছে, গত ২১ অক্টোবর ২০২৪ প্রধান প্রকৌশলীর এক প্রজ্ঞাপনে ঢাকা গণপূর্ত বিভাগ-৩ হতে তাকে নগর গণপূর্ত বিভাগ ঢাকায় পদায়ন করেন মোঃ শফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) এর আগে কখনও রুটিন দায়িত্ব থাকা প্রধান প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী বা কোন প্রকৌশলীর পদায়ন প্রজ্ঞাপন জার্রি করতে দেখা যায় নি। এ বিষয় মোঃ শফিকুল ইসলাম প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) কে মুঠো মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেন নি। নগর গণপূর্ত বিভাগের আওতাধীন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা দেখাশুনার দায়িত্ব পাই যদি ফ্যাসিবাদের অন্যতম দোসর শহীদুল্লাহ খন্দকার ক্যাশিয়ারখ্যাত আবুল কালাম আজাদ তাহলে যমুনা কতটা নিরপত্তাহীনতায় আছে ছাত্র সমাজের সকল অর্জন সব শেষ হওয়ার পথে যাবে।
গত ২০২৩-২০২৪ অর্থ বছরে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাদ্দের প্রাপ্ত কাজগুলো ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করা হয়েছে এবং কাজগুলো ফ্যাসিবাদ সরকারের লোকজন দেয়া হয়েছে এর মধ্যে অন্যতম ২০ নং ওয়ার্ড কমিশনার রতন কে দেয়া হয়েছে মোট পাচ কোটি টাকার কাজ দিয়েছেন যা সম্পুর্ন টাকা ছাত্র হত্যায় কাজ লাগিয়েছে রতন কমিশনার। ৫ আগষ্ট ২০২৪ আগ পর্যন্ত রতন কমিশনার আবুল কালাম আজাদ এর মামা ছিল। ঢাকা গণপূর্ত বিভাগ-৩ অফিসের সিসি ক্যামেরা ফুটেজ দেখলে প্রমান পাওয়া যাবে। ২০২৩-২০২৪ অর্থ বছরের বিজি প্রেস, গভমেন্ট প্রিন্ট্রি প্রেস, প্রকাশনা অধিদপ্তর, কোয়ার্টার কাজ ২০% বেশি বাস্তবায়ন হয় নি। তেজগাও মাদক নিরাময় কেন্দ্র বহুতল ভবনের কাজ গুনগত মান বজায় রেখে বাস্তবায়ন হচ্ছে না। তেজগাও গণপূর্ত উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রায়হান মিয়া ডিপ্লোমা সমিতির সভাপতি তিনি সাইটে সঠিক ভাবে ভিজিট এবং দেখাশুনা ঠিকমত করেন না। ২০২৩-২৪ অর্থ বছরে এপিপির কাজ ৫০% কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়েছেন। ফ্যাসিবাদ সরকারের অন্যতম দোসর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার আবুল কালাম আজাদ এর মাধ্যমে দরপত্র অনুমোদন টাকা ক্যাশিয়ার হিসাবে কালেকশন করতেন। রতন কমিশনার একটি টেন্ডারের কম ধরে কাজ দিয়ে মোটা কমিশন আদায় করে শহীদুল্লাহ খন্দকার ক্যাশিয়ারখ্যাত আবুল কালাম আজাদ।
এ বিষয় মোঃ আবুল কালাম আজাদ কোন মন্তব্য করেন নি।

Share Now

এই বিভাগের আরও খবর