সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগারদের

সময়: 11:34 am - November 11, 2024 |

মানব কথা: আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় এনেছিল বাংলাদেশ ক্রিকেট দল। পালা এখন সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অবশ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ। শান্ত ছাড়া এই ম্যাচে অবশ্য টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিং করবে টাইগাররা।

সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হওয়া ম্যাচে টস জিতেছে নাজমুল হোসেন শান্তর জায়গায় নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে আফগানদের বোলিংয়ে পাঠিয়েছেন তিনি।

এদিকে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে পড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলছেন না। তার জায়গায় আজকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান মিরাজ। একই সঙ্গে বাংলাদেশের ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন তিনি।

সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের একাদশে পরিবর্তন রয়েছে দুটি । শান্তর জায়গায় দলে এসেছেন জাকির হাসান। এ ছাড়া পেসার তাসকিন আহমেদের জায়গায় অভিষেক হচ্ছে আরেক পেসার নাহিদ রানার।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রহমাত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি

Share Now

এই বিভাগের আরও খবর