সোনাইমুড়িতে মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

সময়: 10:54 am - November 12, 2024 |

সাজিদ রুবেল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় স্থানীয় মিলায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা সভাপতি ও এশিয়ান টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা আজ সকল ক্ষেত্রেই বঞ্চিত, মফস্বল সাংবাদিক ফোরাম সবসময় নির্যাতিত এবং বঞ্চিত সাংবাদিকের পাশে থাকবে ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন আরটিভি জেলা প্রতিনিধি মনির হোসাইন বাবু,ভোরের আকাশ নোয়াখালী প্রতিনিধি এআর আজাদ সোহেল।অনুষ্ঠানে দৈনিক সংগ্রামের সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি শামসুল আরেফিন জাফরের সভাপতিত্বে দৈনিক কালবেলা প্রতিনিধি সৈয়দ মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনার অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী ক্লাবের সভাপতি বেলাল হোসাইন ভূঁইয়া, দৈনিক আমার কাগজ জেলা প্রতিনিধি ফজলুল হক, দৈনিক যুগান্তর প্রতিনিধি সেলিম মিয়া, দৈনিক সরকারের বিশেষ প্রতিনিধি- একেএম মহিউদ্দিন, দৈনিক ঢাকার-ডাকের প্রতিনিধি- এ আর রহমান বিপ্লব, মানব কথার নোয়াখালী প্রতিনিধি-সাজিদ রুবেল
সহ জেলা ও উপজেলা সাংবাদিকবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর