হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধে ইসরাইলি বাহিনীর ৬ সৈন নিহত
মানব কথা: দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযানে দেশটির আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা করেছে ইসরাইলি সেনাবাহিনী। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধ যুদ্ধে ইসরাইলি বাহিনীর ছয় সৈন নিহত হয়েছেন।
বুধবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।
আইডিএফ বলছে, সীমান্তের ওপারের গ্রামগুলোতে দ্বিতীয় ধাপের অভিযান চলছে। তারা দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান আরো সম্প্রসারিত করেছে। সীমান্তঘেঁষা এলাকায় তীব্র সংঘাতের মধ্যে ইসরাইলি সৈন্যরা দক্ষিণ লেবাননের আরো অভ্যন্তরের গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
তারা আরো জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে এমন প্রতিরোধের মুখে তাদের কমই পড়তে হয়েছে। এটি সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হওয়া যুদ্ধে এক দিনের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি। তবে এতে তারা থামবে না।
নিহত সৈন্যদের সবাই গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দক্ষিণ লেবাননের এক গ্রামে একটি ভবনের ভেতরে কমপক্ষে চার হিজবুল্লাহ যোদ্ধার সাথে গুলি বিনিময়ে সৈন্যরা নিহত হয়েছেন।
কান পাবলিক ব্রডকাস্টার এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর চার সদস্যই শেষ পর্যন্ত নিহত হয়েছেন।
সূত্র : টাইমস অব ইসরাইল