এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল

সময়: 6:19 am - November 19, 2024 |

আদালতে রিমান্ড শুনানি চলাকালে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘সব দিন তো একরকম যায় না। এই দিন দিন নয়, সামনে ভালো দিন আসবে।’

রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলায় গ্রেফতার কামরুল ইসলামকে আজ মঙ্গলবার আট দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কামরুল ইসলামকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করা হয়। সে সময় আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালতে কামরুল ইসলাম বলেন, সব দিন তো একরকম যায় না। এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে।

তিনি আরো বলেন, নিউমার্কেট এলাকা আমার অধীনে না। আমি ওই এলাকার এমপিও না। এ মামলায় আমাকে ৫৬ নাম্বার আসামি করা হয়েছে। আমার নামটি হয়ত শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেয়া হয়েছে। এসময় তার এ বক্তব্যের জেরে উপস্থিত আইনজীবীরা ক্ষেপে গেলে তিনি চুপ হয়ে যান। এরপরে বিচারক রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

নথি থেকে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর