খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ নভেম্বর
মানব কথা: দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আবারো পিছিয়েছে। অভিযোগ গঠনের শুনানি আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত।
আজ বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও এদিন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো: আবু তাহের এই নতুন তারিখ ধার্য করেন।
আদালতে খালেদা জিয়ার আইনজীবী তার পক্ষে হাজিরা দেন।
আর অন্য আসামিদের মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আদালতে হাজির হয়েছিলেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে ২০০৮ সালে মামলাটি করা হয়েছিল।
এই মামলার অভিযোগ ছিল চুক্তিবদ্ধ কোম্পানি শর্ত ভেঙে সরকারের চোখের সামনে অতিরিক্ত এলাকায় কয়লা খনন করে রাষ্ট্রের ক্ষতি করেছে এবং খালেদা জিয়া রাষ্ট্রের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছেন।
সূত্র : বিবিসি