সোনাইমুড়ীতে অপহৃত ব্যাক্তি ও সিএনজি উদ্ধার, গ্রেফতার ২
সাজিদ রুবেল (নোয়াখালী)প্রতিনিধিঃ সোনাইমুড়ীতে মুক্তিপনের দাবীতে অপহৃত ব্যক্তি ভিকটিম আবদুল জাব্বার (৩০) উদ্ধার ও রাকিব হোসেন (২৪), ফয়সাল আহম্মেদ (২০) নামক ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। এই সময়ে অপহরণকারী চক্রের হেফাজত হইতে ছিনতাইকৃত সিনএনজি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর‘২৪) রাতে গ্রেফতার করে আদালতে সোপার্দ করেছে থানা পুলিশ।
থানা সূত্রে ও মামলায় জানাযায়, স্থানীয় ০৯ নং দেউটি ইউপির সুরহলি হাবিব মাস্টার বাড়ির ভিকটিম আবদুল জাব্বার সোমবার (১৮ নভেম্বর‘২৪) রাতে নিজের সিএনজি অটো-ট্যাক্সি নিয়ে চাটখিল এলাকায় যাত্রী পারাপার শেষ করে বাড়ি ফেরার পথে, ভোর রাতে স্থানীয় বাংলাবাজার এলাকায় পৌছলে ০২ নং নদনা ইউপির পাঁচবাড়িয়া গ্রামের কালু চৌকিদার বাড়ির মোস্তাফার পুত্র মোঃ রাকিব (২৪) এবং একই গ্রামের নোয়াবাড়ির রিপন মিয়ার পুত্র মোঃ ফয়সাল (৩০) ভিকটিম আবদুল জাব্বার কে তার চালিত সিএনজি অটো ট্যাক্সি সহ অফহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে অফহরণকারীরা বিভিন্ন মধ্যেমে অপহৃত আবদুল জাব্বারের পরিবারের লোকজনের কাছে ৫০‘হাজার টাকা মুক্তিপন দাবি করে। দাবিকৃত মুক্তিপনের টাকা না দিলে অফহরণকারীরা ভিকটিম আবদুল জাব্বার কে হত্যা করার হুমকি দেয়। এবিষয়ে ভিকটিম আবদুল জাব্বারের স্ত্রী খোদেজা বেগম থানায় এজাহার দায়ের করে। বাদীর অভিযোগ পেয়েই সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম , পুলিশ সুপার নোয়খালী মোঃ আবদুল্লাহ আল ফারুক ও সহকারী পুলিশ সুপার চাটখিল সার্কেল নিত্যানন্দ দাসের সাথে তাৎক্ষনিক আলোচনা করে দিক নির্দেশনা গ্রহন সহ ভিকটিম ও ছিনতাইকৃত সিএনজি উদ্ধারে অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এসআই মোঃ রমজান আলীসহ সঙ্গীয় ফোর্স আভিযানিক কার্যক্রম শুরু করে। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ নভেম্বর‘২৪) রাতে নদনা ইউপির পাঁচবাড়িয়া এলাকা হইতে ভিকটিম ও ছিনতাইকৃত সিএনজি উদ্ধার সহ অপহরণকারী রাকিব ও ফয়সাল কে গ্রেফতার করে পুলিশ। এব্যপারে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম বলেন, অপহৃত আবদুল জাব্বারের স্ত্রী খোদেজা বেগমের লিখিত অফিযোগ পেয়ে সোনইমুড়ী থানার মামলা নং- ০৪(১১)২০২৪ ইং ধারা-৩৬৫/৩৮৫ দন্ড বিধি রুজু হয়েছে। ভিকটিমকে অক্ষত অবস্থায় ও ছিনতাইকৃত সিএনজি উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত পাঁচবাড়িয়া গ্রামের রাকিব ও ফয়সাল কে গ্রেফতার করে আদলতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।