বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
সময়: 7:40 am - November 28, 2024 |
মানব কথা: গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাককারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিনস লিমিটেড কারখানার বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মকর্তারা মহাসড়ক অবস্থান করে অবরোধ করে রাখে। এই অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলে চলাচলের একমাত্র সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে শিল্প পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মালিকপক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
সূত্র : বিবিসি