খুলনায় সৎ মায়ের বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ
মানব কথা: খুলনার খালিশপুরে সৎমায়ের বিরুদ্ধে ফিরোজ হোসেন (৪৩) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফিরোজের। সে মৃত মোহাম্মদ আলী হোসেন ও মৃত মিনু পারভিনের ছেলে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে নিহত ফিরোজ হোসেনের ছোট বোন মোসাম্মাৎ জুলিয়া আক্তার ববি জানান, আমার মা মিনু রহমান মারা যাওয়ার পর বাবা মোহাম্মদ আলী হোসেন দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে সৎ মা আনজিরা বেগম বিভিন্নভাবে ফিরোজ হোসেনকে মারধর করতেন। খাবার দিতেন না, মাঝে মধ্যে ঘরে আটকে নির্যাতন করতেন। নির্যাতনের ফলে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন ফিরোজ।
তিনি আরও বলেন, গত ২১/২২ নভেম্বর ফিরোজ হোসেনকে ঘরে আটকে রেখে মুখ বেঁধে মারধর করেন সৎ মা আনজিরা বেগম, সৎ খালা নাজিরা বেগম, রাবেয়া খাতুন (আনজিলা বেগমের পূর্বের ঘরের সন্তান) মোহাম্মদ সেলিম (বাসায় পালক থাকতো)।
ফিরোজের রহস্যজনক মৃত্যুর কারণে আমরা সৎ মা আনজিরা বেগম, তার বোন নাজিরা বেগম, তার স্বামী কামাল তালুকদার, সৎ মায়ের আগের ঘরের মেয়ে রাবেয়া খাতুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি বলেও জানান জুলিয়া আক্তার ববি।
স্থানীয়রা জানায়, ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন। তবে তার মা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করেন। সেই থেকে শুরু হয় নির্যাতন। সৎ মায়ের নির্যাতনে ছেলেটি পাগল হয়ে প্রায় ১০ বছর খালিশপুরে পাগলের মতো হাঁটাচলা করতেন। সর্বশেষ পারিবারিক নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মারা যান।
এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ফিরোজের পরিবারের অভিযোগের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।