দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৯ দশমিক ৯

সময়: 8:42 am - December 7, 2024 |

মানব কথা: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে।

আজ শনিবার সকাল ৯টায় জেলার বদলগাছী উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন জানান, এর আগে সকাল ৬টায় এখানে ১০ দশমিক শূন্য ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

তিনি জানান, উত্তর দিক থেকে ঠাণ্ডা বাতাস বয়ে আসায় শীতের তাপমাত্রা আগামীতে আরো বাড়তে পারে। উপজেলায় শুক্রবার সন্ধ্যা থেকে তীব্র শীত অনুভূত হয়েছে। তবে শনিবার ভোর ও সকালে কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখাও মিলেছে।

তীব্র শীতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। সেই সাথে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। সন্ধ্যার পর থেকেই গরম কাপড় পরে চলাফেরা করতে হয়। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। সকাল হলেই কেটে যাচ্ছে শীত। দ্রুতই কুয়াশা ভেদ করে দেখা মিলছে সূর্যের। তাই বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতাও কমে যাচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর