বিহংগল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
সময়: 11:51 am - December 14, 2024 |
সোহাগ শরীফ (স্টাফ রিপোটার): বিহংগল কেরাতুল কোরআন নূরানী হাফিজি মাদ্রাসা-লিল্লাহ বোডিং ও ইয়াতিমখানার উদ্যোগে ২ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতি ও শুক্রবার বিহংগল কেরাতুল কোরআন নূরানী হাফিজি মাদ্রাসা মাঠে বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
৩ নং কুলকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মুহাম্মাদ রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও মনিরুল ইসলাম (মনির হুজুর) এর পরিচালনায়, ১ম দিন মাহফিলে বয়ান পেশ করেন, হযরত মাওলানা সেকান্দার আলী সিদ্দিকী,পীর সাহেব,কাঠীপাড়া। ২য় দিন বয়ান পেশ করেন,হযরত মাওলানা শাহ জালাল হুসাইন জিহাদী।