ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের

সময়: 1:14 pm - December 14, 2024 |

মানব কথা: ভারতকে ‘অসহযোগী’ দেশ হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রত্যার্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করায় তাদেরকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করা হয়।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই অভিযোগ করেছে, ভারত সাক্ষাৎকার গ্রহণ, সময় মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রের অসহযোগী দেশের তালিকায় আরো আছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা।

আইসিই জানিয়েছে, যুক্তরাষ্ট্র ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে ১৮ হাজার অভিবাসীই ভারকের নাগরিক।

সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৯০ হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্র প্রদেশের বাসিন্দা।

সূত্র: এনডিটিভি

Share Now

এই বিভাগের আরও খবর