হাজার টাকার নোট বাতিলের বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

সময়: 11:03 am - August 20, 2024 |

মানব কথা: অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত ১ হাজার টাকার নোট বাতিলের গুঞ্জন চলছে। এ অবস্থায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানালেন, এ ব্যাপারে সিদ্ধান্ত সহজ হবে না।

মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে নিজ দফতরে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সাথে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীও উপস্থিত ছিলেন।

এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এগুলো নিয়ে হ্যাঁ বা না কিছুই বলা ঠিক না। আমরা বলি এটা থাক। এটা কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয়া যাবে না।’

সর্বশেষ জুলাইয়ে চীনের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো কী বহাল থাকবে, না এগুলো রিভিউ হবে- এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সেগুলো নিয়ে আলোচনা হয়নি। এটি হাই লেভেলে আলোচনা করব। আমরা বাতিলও করিনি, কিছু করিনি। এ সিদ্ধান্তগুলো নিয়ে কেবিনেটে আলোচনা হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর