নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল মার্কিন সেনারা!
সময়: 1:42 pm - December 22, 2024 |
মানব কথা: লোহিত সাগরের উপর উড়তে থাকা একটি যুদ্ধবিমানকে ভুলবশত গুলি করে ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। রোববার সকালে এই ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি ভুলবশত ঘটেছে। তবে ভূপাতিত হওয়ার সময় বিমানে থাকা দুই পাইলট বেরিয়ে পড়েন। তাদের একজন কিছুটা চোট পেয়েছেন।
তবে প্রাথমিকভাবে জানানো হয়েছে, যুদ্ধবিমানটি রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়ন করেছিল। রণতরী বহরের একটি ক্ষেপণাস্ত্রবাহী পাহারাদার যুদ্ধজাহাজ গেটিসবার্গ ‘ভুলবশত’ হর্নেট বিমানটিকে লক্ষ্য করে গুলি করে আর সেটি আঘাতপ্রাপ্ত হয়।
সূত্র : রয়টার্স