ইসরাইলি সেনা কর্মকর্তাকে গুলি হামাসের
সময়: 8:31 am - December 23, 2024 |
মানব কথা: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তারা উত্তর গাজা উপত্যকায় এক ইসরাইলি সেনা কর্মকর্তাকে গুলি করেছে।
রোববার তারা এ কথা জানায় বলে বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে উল্লেখ করে।
হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড বলছে, ওই কর্মকর্তাকে তারা জাবালিয়া শরণার্থী শিবিরে গুলি করেছে।
তবে এতে তার মৃত্যু হয়েছে কিনা তা উল্লেখ করেনি কাসসাম ব্রিগেড।
শনিবার জাবালিয়ায় সংঘর্ষে পাঁচ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে হামাসের দাবির এক দিন পর এই দাবি করা হয়।
হামাসের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : মিডেল ইস্ট মনিটর