চিকিৎসার জন্য জানুয়ারিতে লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
মানব কথা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানুয়ারির প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার প্রধান চিকিৎসক অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি।
উল্লেখ্য, খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। অনেক আগে থেকেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার পরামর্শ দিয়েছে মেডিক্যাল বোর্ড।