পাকিস্তানের বিমান হামলায় ৪৬ আফগান নাগরিক নিহত
মানব কথা: পাকিস্তানের বিমান হামলায় ৪৬ আফগান নাগরিক নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানান।
জবিহুল্লাহ মুজাহিদ বলেন, গতকাল মঙ্গলবার রাতে পাকিস্তানি সেনাবাহিনী পাকতিকা প্রদেশের বার্মাল জেলার চারটি জায়গায় বোমা হামলা চালিয়েছে। এতে মোট ৪৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ছিল শিশু ও নারী।
এ সময় আরো ছয়জন আহত হয় বলেও জানান মুজাহিদ।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছে। সেখানে তারা এই হামলাকে বর্বরোচিত ও স্পষ্ট আগ্রাসন বলে আখ্যা দিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ইসলামী ইমারাত পাকিস্তানের এই কাপুরোষিত হামলার জবাব দেবে। কারণ, ইমারত সরকার তার ভূখণ্ড এবং সার্বভৌমত্বের প্রতিরক্ষাকে তার অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে।
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখল করার পর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়ে চলেছে। ইসলামাবাদ দাবি করছে, উগ্রবাদী গোষ্ঠীগুলো আফগানিস্তান থেকে নিয়মিত হামলা চালাচ্ছে। এর জন্য তারা কাবুলের তালেবান সরকারকে অভিযোগ করেছে।
তবে তাদের ওই অভিযোগ কাবুল অস্বীকার করেছে।
সূত্র : আরব নিউজ