চাটখিলে দারুল আরকাম মাদ্রাসার ফলাফল প্রকাশ

সময়: 11:14 am - December 28, 2024 |

চাটখিল প্রতিনিধি: উপজেলার ঐতিহ্যবাহী দারুন আকরাম দাখিল মাদ্রাসা জমকালো আয়োজনে ফলাফল প্রকাশ সম্পন্ন করেছে নোয়াখালীর চাটখিল উপজেলার শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান দারুল আরকাম দাখিল মাদরাসা। জেলা পরিষদ মিলনায়তনে ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

প্রতিষ্ঠানটির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শত শত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শীর্ষ ফলাফল করা ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

দারুল আরকাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. নূর হোসাইন রিয়াজের ব্যবস্থাপনায়, সহ সুপার হাফেজ আব্দুল্লাহ আল আযাদ এর সঞ্চালনায় এবং মাদ্রাসাটির সভাপতি ও চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিন হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মুহাম্মদ আমীনুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আমাদের জাতির প্রাণ। আগামীতে তারাই নেতৃত্ব দিবে। আমি যতটুকু জেনেছি, প্রতিষ্ঠানটি অভিভাবকদের ভরসার জায়গা হিসেবে নিজেকে স্থাপন করেছে। শিক্ষার গুণগত মান বজায় রাখা বর্তমানে কঠিন হয়ে গেছে। এসময়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের মানুষের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠবে।’

সভাপতির বক্তব্যে মাদ্রাসাটির সভাপতি ও চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিন হাছান বলেন, ‘এই প্রতিষ্ঠানটি থেকে যেই পরিমাণ আয় হয়, শিক্ষার গুণগত মান বজায় রাখতে তার সিংহ ভাগই শিক্ষকদের পেছনে খরচ করা হয়। আমাদের অবকাঠামোগত যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, তা শীঘ্রই সমাধান করা হবে ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়িহাটি ছালেমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও দারুল আরকাম ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা ছাইফ উল্যাহ, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও সহসভাপতি মাওলানা ওমর ফারুক, চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ, দারুল আরকাম দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও হীরাপুর আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রাকিব উদ্দিন, পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা রহমত উল্যাহ, পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা শামছুল আলম, পরিচালনা পর্ষদের সদস্য ফজলুর রব বাবুল, বিশিষ্ট আলেমেদ্বীন ও বিশিষ্ট সমাজ সেবক মো. আক্তার হোসাইন প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর