মাধ্যমিকে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে রিট

সময়: 6:15 am - August 27, 2024 |

মানব কথা: মাধ্যমিক পর্যায়ে শিক্ষাব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসাথে ২০২৫ সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

সুপ্রিম কোর্টে আইনজীবী কামরুল হাসান এ রিট দায়ের করেন। রিটটি শুনানির জন্য হাইকোর্টের একটি বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

রিটে শিক্ষা সচিব, এনসিটিবি চেয়ারম্যান, মাউশির মহাপরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এই রিটে বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে মনে করেন না।

Share Now

এই বিভাগের আরও খবর