দিল্লিতে রেলস্টেশনে পদদলিত হয়ে নিহত ১৫

সময়: 9:33 am - February 16, 2025 |

মানব কথা: নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২৫ জনেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে ১০ নারী ও তিন শিশু রয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে চলমান আধ্যাত্মিক উৎসব ‘মহা কুম্ভতে’ যোগ দিতে যাওয়ার সময় এসব হতাহতের ঘটনা ঘটে।

আধ্যাত্মিক উৎসব ‘মহা কুম্ভ’ চলছে। তিনটি নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল ‘ত্রিবেণী সঙ্গম’ এ পবিত্র স্নান করতে তীর্থযাত্রীরা যাত্রা করছে। এ সময় উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় একটি ট্রেনে চড়তে রেলওয়ে স্টেশনে প্রচুর লোকের ভিড় হয়েছিল।

নয়া দিল্লি রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে ট্রেন আসা নিয়ে বিভ্রান্তির সৃষ্টির পরই পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাণহানির এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র : ইউএনবি

Share Now

এই বিভাগের আরও খবর