বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয় সরকার

সময়: 10:13 am - March 8, 2025 |

মানব কথা: ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের সাথে দেশটির বাকি অংশের যোগাযোগ বৃদ্ধির জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোরে আগ্রহী মেঘালয় সরকার।

ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের সাথে দেশটির বাকি অংশের যোগাযোগ বৃদ্ধির জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোরে আগ্রহী মেঘালয় সরকার।

শুক্রবার (৭ মার্চ) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয় সরকার বাংলাদেশের মধ্য দিয়ে রাজ্য ও উত্তর-পূর্বাঞ্চলের সাথে দেশের বাকি অংশের যোগাযোগ বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর তা হিলি-মহেন্দ্রগঞ্জ ট্রান্সন্যাশনাল ইকোনমিক করিডোরের মাধ্যমে সম্ভব হবে।

হিলি পশ্চিমবঙ্গের সীমান্ত শহর আর মহেন্দ্রগঞ্জ মেঘালয়ের সীমান্ত শহর। উভয় অঞ্চলেরই বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে। তাই প্রস্তাবিত এই করিডোরটি মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বন্দরশহর হিলিকে সংযুক্ত করতে পারবে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, ১০০ কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি কলকাতা থেকে তুরা, বাগমারা, ডালু এবং ডাউকির মতো উন্নয়নকেন্দ্রগুলোর সাথে যোগাযোগের সময় এবং খরচ ২৫-৬০ শতাংশ কমিয়ে আনতে পারবে।

সূত্র : এনডিটিভি

Share Now

এই বিভাগের আরও খবর