চাটখিলে ছাত্রদলের উদ্যোগে গণ ইফতার বিতরণ

আনিছ আহম্মদ হানিফ: নোয়াখালীর চাটখিলে ছাত্রদলের উদ্যোগে রোজাদারদের মাঝে বদলকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সহযোগিতা ইফতার প্রদান করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বদলকোট বাজারে ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির প্রধান কার্যালয়ে ছাত্রদলের আয়োজনে এ ইফতার বিতরণ করা হয়।
গণ ইফতার বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ইউসুফ নবী বাবু,
পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মীর হোসেন মিলন, উপজেলা ছাত্রদলের নেতা ইঞ্জিনিয়ার ওমর ফারুক, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম রিসাদ, পৌরসভা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন হোসেন।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা আবু নাছের মিলন, শফিকুল আজম স্বপন, বেলায়েত হোসেন, ফারুক হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন হোসেন, ইতালী প্রবাসী ছাত্রদল নেতা ওমর সানি রবিন, তৌহিদ উদ্দিন মাহমুদ রাহাত, আনিছুর রহমান, রুবেল, তামিম , মেহেদী,তারেক, শাওন, হৃদয়, বাবর,পিয়াস সহ ইউনিয়ন ছাত্রদল বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।