গণপূর্তের প্রকৌশলী আবুল কালাম আজাদকে অপসারনের দাবীতে মানব বন্ধন

সময়: 9:01 am - March 11, 2025 |

নিজস্ব প্রতিবেদক: ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদের টেন্ডার বানিজ্যের প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী সাধারণ ঠিকাদাররা। এসময় তাকে অপসারণ করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান তারা।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধনে বক্তারা বলেন ,ফ্যাসিবাদী আওয়ামী লীগের অন্যতম দোসর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রতনের ভাগ্নে আবুল কালাম আজাদ নগর গণপূর্ত বিভাগে নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার জন্য এপিপির কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করে শত শত কোটি কোটি টেন্ডার বানিজ্য মহাউৎসব করছে। কোন ভাবেই তিনি থামছে না। এ বিষয়ে একধিক গণমাধ্যমে মোঃ আবুল কালাম আজাদের টেন্ডার বানিজ্যের সংবাদ প্রকাশিত হলেও তিনি বীর দর্পণ দর্পে বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এতে অসহায় হয়ে পড়েছে কোনটা সবাই পড়েছে সাধারণ ঠিকাদাররা।

তারা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আবুল কালাম আজাদ ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এ থাকা কালীন রতন কমিশনারকে পাঁচ কোটি টাকার কাজ পাইয়ে দেন এবং সেই অর্থ ছাত্র ও জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালাতে ব্যয় করেন।

অর্ধশতাদিক সাধারণ ঠিকাদারের অংশগ্রহণে এ সময় মানববন্ধনে বক্তৃতা করেন মাসুম খন্দকার, জাবেদ পাটোয়ারী, আরিফুর রহমান, ফখরুল প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর