পাকিস্তানকে হারিয়ে সিরিজ শেষ করল নিউজিল্যান্ড

সময়: 10:28 am - March 26, 2025 |

মানব কথা: দুর্দান্ত বোলিং ও শক্তিশালী ব্যাটিং এর মাধ্যমে পাকিস্তানকে সহজেই হারিয়ে সিরিজ শেষ করল নিউজিল্যান্ড। পেস বোলিং অলরাউন্ডার নিশামের অবিস্মরণীয় বোলিং এবং ওপেনার সাইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ের হাত ধরে স্বাগতিকরা পঞ্চম টি-টোয়েন্টি ৮ উইকেটে জয়লাভ করেছে।

আগের ম্যাচেই সিরিজ নিজেদের করে নেওয়া নিউজিল্যান্ড ১২৯ রানের লক্ষ্য মাত্র ১০ ওভারে পেরিয়ে যায়।

পুরো সময়জুড়ে ম্যাচের হিরো ছিলেন নিশাম। পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসে ক্যারিয়ার সেরা বোলিং প্রদর্শন করেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার। নিউ জিল্যান্ডের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে তিনি এই সংস্করণে পাঁচ উইকেট শিকার করলেন।

ব্যাটিংয়ে টিম সাইফার্ট একাই ঝড় তুলে দেন। টানা তিন ছক্কায় ৩৮ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন সাইফার্ট, যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। ১০ ছক্কা ও ৬ চারে গড়া এই ইনিংস কিউইদের জয় নিশ্চিত করে। সাইফার্ট ও ফিন অ্যালেন মিলে প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৯২ রান তুলেন, নিউজিল্যান্ডের পাওয়ার প্লেতে এটি সর্বোচ্চ রান।

পাকিস্তান এই ম্যাচে পাঁচটি পরিবর্তন এনে মাঠে নামে। টস হেরে ব্যাটিংয়ে নেমে তারা শুরু থেকেই নিয়মিত উইকেট হারায়। দ্বিতীয় ওভারে জ্যাকব ডাফি হাসান নাওয়াজকে ফেরান, যিনি এই সিরিজে ব্যর্থতার সাক্ষী হন। ওমাইর ইউসুফ মাত্র ৭ রান করে আউট হন এবং পাকিস্তান পাওয়ার প্লেতে ২৭ রানে ৩ উইকেট হারায়।

উসমান খান ও আব্দুল সামাদও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। এরপর ইনিংসের দ্বিতীয় বলে সামাদকে ফিরিয়ে শিকার শুরু করেন নিশাম। পাকিস্তানের একমাত্র আশার আলো ছিল অধিনায়ক সালমান আলি আগা ও শাদাব খানের ষষ্ঠ উইকেট জুটি, যারা ৩৫ বলে ৫৪ রান যোগ করেন। তবে শাদাব ২০ বলে ২৮ রান করে ফিরে যাওয়ার পর জুটি ভাঙেন নিশাম। একই ওভারে তিনি জাহানদাদ খানকে আউট করেন।

সালমান ফিফটি করেন ৩৭ বলে, তবে ৩৯ বলে ৫১ রান করার পর নিশাম তাকে ফিরিয়ে দেন। নিশাম সেই ওভারে নিজের কোটার শেষ বলে সুফিয়ান মুকিমকেও আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন। সিরিজে এই ম্যাচে দুটি উইকেটসহ ১৩ উইকেট নিয়ে সিরিজ শেষ করেন ডাফি।

Share Now

এই বিভাগের আরও খবর