বিএনপির নামে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে: রিজভী

মানব কথা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “দখলবাজ, চাঁদাবাজ কিংবা সমাজবিরোধী কেউ বিএনপির সদস্য হতে পারে না। দলের ভেতর থেকে কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, যা স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাচ্ছে। এই দলের আদর্শ ও গঠনতন্ত্রের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণ করলে কাউকে ছাড় দেওয়া হয় না। তিনি জানান, ইতোমধ্যে কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘বিএনপির নামে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আবার কিছু অসাধু মহল প্রযুক্তি ব্যবহার করে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাচ্ছে। এর পেছনে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে, যাতে নির্বাচন পেছানোসহ গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত হয়।’
পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দল থেকে বারবার অনুরোধ জানানো হলেও প্রশাসন সহযোগিতা করছে না। বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কর্মকর্তা দুষ্কৃতিকারীদের সহায়তা করছে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, ‘প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের বিস্তার ঘটছে এবং সমাজে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হচ্ছে। এই অবস্থার পরিবর্তনে দক্ষ প্রশাসনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি।’