বিশ্বকে চমকে দিল রাশিয়া, ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সাফল্যের দাবি

সময়: 9:49 am - September 8, 2025 |

মানব কথা: রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি একটি নতুন ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল হয়েছে বলে দাবি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যাকসিনটি এখন রোগীদের ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে এন্টারোমিক্স।

রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (এফএমবিএ)-এর প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা এই ঘোষণা দেন। তিনি রাশিয়ার ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে জানান, ভ্যাকসিনটি ক্যানসার চিকিৎসায় নতুন যুগের সূচনা করতে পারে। খবর তাস নিউজের।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভ্যাকসিনে দুর্বল ভাইরাস ব্যবহারের পরিবর্তে মানবদেহের কোষগুলোকে প্রোটিন তৈরির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে শরীর নিজে এমন প্রোটিন তৈরি করতে সক্ষম হয় যা ক্যানসার কোষকে আক্রমণ করে।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে, রোগীদের বারবার ডোজ দেওয়ার পরও ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, কিছু ক্ষেত্রে ক্যানসারের ধরনের ওপর নির্ভর করে টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়ে গেছে বা তাদের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে ধীর হয়েছে।

গবেষকরা আরও জানিয়েছেন, ভ্যাকসিন গ্রহণকারীদের বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিকভাবে এই গবেষণার ফলাফল ক্যানসার চিকিৎসায় এক বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর