টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সময়: 3:33 pm - September 20, 2025 |

মানব কথা: গ্রুপপর্ব পেরিয়ে সুপার ফোরের লড়াই শুরু করছে বাংলাদেশ। আজ শনিবার এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠেয় এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আফগানিস্তান ম্যাচের মতোই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে শ্রীলংকা। আগের ম্যাচে বাবা হারানোর পর শ্রীলংকা গেলেও দুনিথ ভেল্লালাগে ফিরে গেছেন সংযুক্ত আরব আমিরাতে। অন্যদিকে বাংলাদেশ দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে।

গত দুই মাসে চারবার শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লংকানদের বিপক্ষে অভিজ্ঞতাও যথেষ্ট। জুলাইয়ে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে এবারের আসরে গ্রুপ পর্বে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরে যায় লিটন দাসের দল। টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে শ্রীলংকা—২১ ম্যাচে ১৩ জয় তাদের, বাংলাদেশ জিতেছে ৮টিতে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে এশিয়া কাপে মুখোমুখি হওয়া ১৮ ম্যাচে লংকানদের জয় ১৫টিতে, বাংলাদেশ জিতেছে মাত্র ৩টিতে। তবে টি-টোয়েন্টি সংস্করণে কিছুটা হলেও পাল্টেছে চিত্র। ২০১৬ সালে এশিয়া কাপে প্রথমবার টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলংকাকে ২৩ রানে হারিয়েছিল বাংলাদেশ। যদিও ২০২২ সালে লংকানরা দুই উইকেটের জয় নিয়ে প্রতিশোধ নেয় এবং আসরে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়।

দুই দলের একাদশ

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুসল পেরেরা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমান্থা চামিরা ও নুয়ান থুশারা।

Share Now

এই বিভাগের আরও খবর