আখতারের ওপর হামলা কাপুরুষিত আচরণ : বিএনপি

সময়: 10:04 am - September 23, 2025 |

মানব কথা: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটি একে “কাপুরুষিত আচরণ” বলে আখ্যায়িত করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ একটি কাওয়ার্ডলি ঘটনা। এক-দুজন এসে ছবি তুলে পালিয়ে গেছে। তারা হচ্ছে বিতাড়িত স্বৈরাচারের দোসর।”

তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগ এখন বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপের জন্য সাসপেনডেড দল, তাদের নেত্রী ভারতে পালিয়ে গেছেন। এসব অপ্রীতিকর ঘটনায় আওয়ামী লীগের ব্যর্থতা ও বিচ্ছিন্ন অবস্থান স্পষ্ট হয়ে উঠছে।’’

এসময় হুমায়ুন কবির জানান, এ ধরনের ঘটনা এড়াতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘে স্থায়ী মিশনের মধ্যে সমন্বয় থাকা দরকার ছিল।

এদিকে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “এটি নিঃসন্দেহে খারাপ কালচার। তবে আমেরিকার মতো গণতান্ত্রিক দেশে বিরোধী দলের পক্ষ থেকে স্লোগান বা প্রতীকী প্রতিবাদ নতুন কিছু নয়। তারপরও এই ধরনের আচরণ বাংলাদেশের জন্য লজ্জাজনক এবং এর অবসান হওয়া উচিত।”

Share Now

এই বিভাগের আরও খবর