খামেনির দেশত্যাগের খবর গুজব, জানাল ইরানি দূতাবাস

সময়: 10:40 am - January 11, 2026 |

মানব কথা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দেশত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরানি দূতাবাস। এ ধরনের খবরকে গুজব ও অপপ্রচার হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তারা।

রোববার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল—দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র হলে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি দেশ ছাড়তে পারেন। এমনকি নিরাপত্তা বাহিনী সরকারের নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে তিনি পরিবারের প্রায় ২০ জন সদস্যকে নিয়ে রাশিয়ার রাজধানী মস্কোতে চলে যেতে পারেন—এমন দাবিও করা হয়।

তবে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস এক বিবৃতিতে এসব দাবি সরাসরি অস্বীকার করে। দূতাবাস জানায়, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধকালীন সময়েও খামেনি দেশ ছাড়েননি। ফলে বিক্ষোভের কারণে তার দেশত্যাগের খবর সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। এ ধরনের সংবাদকে শত্রু রাষ্ট্রগুলোর পরিকল্পিত অপপ্রচার বলেও উল্লেখ করা হয়।

সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন শহরে মূল্যস্ফীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। অনেক এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিক্ষোভকারীরা অর্থনৈতিক সংস্কার ও রাজনৈতিক স্বাধীনতার দাবি তুলছেন।

অন্যদিকে, সরকারের সমর্থনেও বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কেরমানসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে খামেনির প্রতি সমর্থন জানিয়ে সরকারপন্থি স্লোগান দিচ্ছেন। এতে স্পষ্ট হচ্ছে, মতভেদ থাকলেও রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রণ এখনো সরকারের হাতেই রয়েছে।

এনডিটিভিকে দেওয়া বক্তব্যে কয়েকজন ইরানি নাগরিক বলেন, মূল্যস্ফীতি বড় সমস্যা হলেও তারা খামেনির বিরোধী নন। তাদের মতে, খামেনিবিরোধী আন্দোলনে মূলত সাবেক শাহ রেজা পাহলভির সমর্থক ও বিদেশি শক্তির সংশ্লিষ্টতা রয়েছে।

কোম শহরের ইসলামি চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন, খামেনি সম্প্রতি ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবেই রাষ্ট্র পরিচালনায় যুক্ত আছেন। তেহরানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক উল্লেখ করে তিনি খামেনির দেশত্যাগের খবরকে পুরোপুরি ভুয়া বলে মন্তব্য করেন এবং যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর