প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সময়: 1:49 pm - September 23, 2025 |

দৈনিক মানব কথা গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিঘলিয়া উপজেলা শাখার আহবায়ক আব্দুল কাদের জনি’র নামে ‘সালিশ বিচার থেকে বিরত থাকার কেন্দ্রীয় নির্দেশনা মানছেন না স্থানীয় বিএনপি নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। এ সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিঘলিয়া উপজেলা শাখা।

প্রতিবাদ লিপিতে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিঘলিয়া উপজেলা শাখার আহবায়ক আব্দুল কাদের জনি’র নামে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাই। সাংবাদিকতার ন্যূনতম বিবেচনা বোধ এখানে রক্ষিত হয়নি ও ভিত্তিহীন রিপোর্ট করা হয়েছে। যাহাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা হতবাক হয়েছে ও তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এ বিষয়ে দিঘলিয়া উপজেলা শাখাসহ ইউনিয়ন শাখা এবং ওয়ার্ড শাখা স্বেচ্ছাসেবক দলের সকল নেতা-কর্মীবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছ।

প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটিতে উঠে আসা তথ্য কোনোভাবেই মনগড়া নয়। সংশ্লিষ্ট একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা, স্থানীয় থানা এবং স্থানীয় সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে সাংবাদিকতার নিয়ম মেনেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই ।

Share Now

এই বিভাগের আরও খবর