দুবাই ও মিয়ানমার থেকে ১ লাখ টন চাল কিনছে সরকার

সময়: 10:38 am - October 22, 2025 |

মানব কথা: সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং মিয়ানমার থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল কিনছে সরকার, যাতে মোট ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা ব্যয় হবে।

বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই চাল আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল কেনার অনুমতি দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এই চাল দুবাইয়ের মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসিও থেকে কেনা হবে। এতে মোট ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা, এবং প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫৫.৯৯ মার্কিন ডলার।

এছাড়াও, মিয়ানমার থেকে জি টু জি (সরকার-থেকে-সরকার) পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই চাল মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ) থেকে কেনা হবে। এই চাল আমদানিতে মোট ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা, এবং প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৭৬.৫০ মার্কিন ডলার।

Share Now

এই বিভাগের আরও খবর