বিজয়নগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

সময়: 11:26 am - November 22, 2025 |

মানব কথা: রাজধানীর বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে আত্-ত্বরীক টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির নবম তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনে তখন কোনো মানুষ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার প্রায় ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটিতে কেউ না থাকায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের উৎস সম্পর্কে তদন্ত চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর