নাইজেরিয়ায় স্কুল থেকে দুই শতাধিক শিক্ষার্থী অপহৃত
মানব কথা: নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলের একটি ক্যাথলিক স্কুল থেকে দুই শতাধিক শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা। সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বড় অপহরণের ঘটনা। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গতকাল শুক্রবার সকালে আগওয়ারা জেলার সেইন্ট মেরি স্কুলে হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় ১২ শিক্ষকসহ অপহরণ করা হয় ২১৫ জনকে। হামলার পরপরই অন্যান্য নিরাপত্তা কর্মীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্কুলটিতে নিরাপত্তার অভাব ছিল। অপহরণের জেরে জি টুয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সাউথ আফ্রিকা সফর বাতিল করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু।
এই ঘটনার কয়েকদিন আগে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আরেকটি স্কুলে হামলা চালিয়ে ২৫ ছাত্রীকে অপহরণ করে বন্দুকধারীরা। তাদের মধ্যে একজন পালিয়ে আসতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে ২৪ জন। নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর হামলা চালানোর অভিযোগ তুলে সম্প্রতি দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

















