চাটখিলে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে গণপিটুনি

সময়: 4:37 pm - August 11, 2024 |

চাটখিল উপজেলা প্রতিনিধি (আনিছ আহম্মদ হানিফ): নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা।
শনিবার দিবাগত রাত ১টায় মোহাম্মদপুর শান্তির বাজারে এই ঘটনা ঘটে।
আটককৃতরা সোনাইমুড়ী উপজেলার আমকি পাঠান বাড়ির লোকমান হোসেনের ছেলে বাবলু (৩৫) ও রাকিব (২৫) এবং চাটখিল উপজেলার টবগা বড় বাড়ির সেলিমের ছেলে শুভ (২২)। রনি ১৮ পিতা মোস্তফা
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত একটার দিকে ডাকাতির প্রস্তুতি কালে মোহাম্মদপুর গাছতলা নামক স্থানে স্থানীয় জনতা ডাকাত দলকে দেখতে পেয়ে আটকের চেষ্টা করে।
এসময় ডাকাত দলের সদস্যরা আগ্নেয়াস্ত্র বের করে ফাকা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ঘেরাও করে মোহাম্মদপুর শান্তি বাজারে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। ডাকাত দলে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়। এসময় ডাকাত দলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে স্থানীয় জনতা।
স্থানীয়রা আরও বলেন, সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনার স্থলে উপস্থিত হয়ে আগ্নেয়াস্ত্রটি তাদের জিম্মায় নেয়। আটককৃত ডাকাতদের কে মুমূর্ষু অবস্থায় তাদের পরিবার নিয়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনার স্থলে উপস্থিত হয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন, ডাকাত আটকের সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনার স্থলে উপস্থিত হয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে তাদের জিম্মায় রেখেছে।

এসএস//

Share Now

এই বিভাগের আরও খবর