ইসরাইলি হামলায় রোনালদো হতে চাওয়া ফিলিস্তিনি শিশু নিহত
মানব কথা: ছেলেটি এখনো কৈশর পার করেনি। মাত্র ১৪ বছরে ফেলেছে পা। এরই মধ্যে স্বপ্ন বুনতে শুরু করেছে। ফুটবলে বুঁদ হয়ে ভাবতে শুরু করেছে, আগামীর রোনালদো হবে সে। রোনালদো নামটি তার খুব পছন্দ। এর অর্থ ভালো- অমর। সে ফুটবলে কৃতিত্ব রেখে অমর হতে চায়। সেজন্যই নামটি ভালোবাসা। এই ভালোবাসা থেকেই ভালো লাগা রোনালদোকে। তাই আগামীর রোনালদো হতে চায় সে।
বলছিলাম ফিলিস্তিনি শিশু নাজি আল বাবার কথা। অধিকৃত পশ্চিমতীরে তার জন্ম। কথায় আছে, ফিলিস্তিনিদের স্বপ্ন দেখতে নেই। সংগ্রাম করে বাঁচতে হয় তাদের। সেজন্যই হয়তো নাজির স্বপ্নটি ছাইপাশ হলো। ইসরাইলি সেনাদের হামলায় ভবনচাপা হয়ে গেল তার স্বপ্ন। শুধু স্বপ্ন নয়। অগ্রজদের কাছে চলে গেছে সে। ইসরাইলি হামলায় নিহত হয় নাজি।
সবসময় মুখে হাসি লেগে থাকতো নাজির। পরিবারের সবার স্নেহে থাকতো সে। সবাই তার কিউটনেসকে উপভোগ করতো। সাধ্য অনুযায়ী বড়দের পাশে থাকতো নাজি। তাকে নিয়েই পরিবারের সুখে ভবন গড়ে ওঠে।
আজ নাজি নেই। কিন্তু তার স্মৃতিগুলো দুঃখ হয়ে রয়ে গেছে। ওসব বহন করতে ক্লান্তি বোধ করছে মা, বোন ও অন্যান্য স্বজন।
সূত্র : আল জাজিরা