শ্রমিকের সকল অধিকার এখনো নিশ্চত হয়নি: মাওলানা মুহাম্মদ শাহজাহান

সময়: 8:40 am - December 25, 2024 |

নোয়াখালী প্রতি নিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার উদ্যোগে জিলা স্কুল মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৫ ডিসেম্বর(বুধবার)সকালে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে নোয়াখালী জেলা ফেডারেশন সভাপতি এডভোকেট জহিরুল আলম এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেনউদ্ভেগ ও উৎকণ্ঠার সাথে আমরা লক্ষ্য করছি যে, ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠাকারী, হত্যা, ঘুম, খুনের জনক স্বৈরাচারি খুনি শেখ হাসিনার সরকারের পতন হলেও তাদের দোসরদের আসফালন ও স্বাধীনতা এবং দেশ বিরোধী কর্মকান্ড এখনো বিদ্যমান রয়েছে। দেশের মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা এখনো নিশ্চিত করা যায়নি।দেশ স্বৈরাচার ও খুনি মুক্ত হলেও শ্রমিকের সকল অধিকার এখনো নিশ্চত হয়নি।তিনি তার বক্তৃতায় নিন্মোক্ত দাবি সমুহ উপস্থাপন করেন

১. দেশের সকল টার্মিনাল, স্ট্যান্ডসহ সর্বত্র বিদ্যমান সব ধরনের চাঁদাবাজি বন্ধে সরকার ও প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জোর দাবী পেশ করছে।

২. ভূমিহীন শ্রমিকদের জন্য ভূমির ব্যবস্থা করা, গৃহহীন শ্রমিকদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা, শ্রমিক কলোনী নির্মাণসহ শ্রমিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা করার দাবী পেশ করছে।

৩. যাত্রী পারাপারে সড়ক ও মহাসড়কে রিকশার জন্য আলাদা লেনের ব্যবস্থা করা।

৪. সর্বস্তরে শ্রমিকদের উপর বিদ্যমান জুলুম, শ্রমিক নির্যাতন, শ্রমিক ছাটাই বন্ধ করাসহ যথাসময়ে বেতন পরিশোধের জোর দাবী পেশ করছে।

৫. শ্রমিকদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল প্রতিষ্ঠা ও শ্রমিক সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার দাবী পেশ করছে।

৬. মৎস শ্রমিকদের সকল প্রকার হয়রানিমূলক ব্যবস্থা বন্ধ করার দাবী পেশ করছে।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।

উক্ত কর্মী সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে শ্রমিক নেতা ও কর্মীগণ সম্মেলনে যোগদান করেন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ এস এম লুৎফুর রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ মোঃ আব্দুস সালাম, নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহাম্মদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন , ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সেক্রেটারি ছাত্রনেতা হাবিবুর রহমান আরমান, জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর