কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

সময়: 9:00 am - December 25, 2024 |

মানব কথা: আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান কাজাখস্তানের আক্তাও বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১১০ যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে ঘন কুয়াশার কারণে এটি বিকল্প রুটে চলছিল এবং সে সময় দুর্ঘটনার কবলে পড়ে।

কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী কিছু আরোহী জীবিত রয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে।

আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর