যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের বিরুদ্ধে যে অভিযোগ করলো নেতানিয়াহু

সময়: 11:01 am - January 16, 2025 |

মানব কথ: শেষ মুর্হূতে সঙ্কট তৈরির জন্য হামাসকে দায়ী করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য তার মন্ত্রিসভা নির্ধারিত সময়সূচী অনুসারে বৈঠক করবে না। হামাস চুক্তির সব বিষয়গুলো মেনে না নেয়া পর্যন্ত বৈঠক হবে না।

তবে হামাস যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানায়।

রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে চুক্তি অনুমোদনের জন্য বৃহস্পতিবার সকালে ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক করার কথা ছিল।

নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘শেষ মুহূর্তে ছাড় আদায়ের জন্য হামাস মধ্যস্থতাকারী ও ইসরাইলের সাথে সম্পাদিত চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে। ইসরাইলি মন্ত্রিসভা ততক্ষণ পর্যন্ত বৈঠক করবে না যতক্ষণ না মধ্যস্থতাকারীরা ইসরাইলকে অবহিত করে যে হামাস চুক্তির সব উপাদান মেনে নিয়েছে।’

ইসরাইলের এ ঘোষণার পর হামাসের সিনিয়র নেতা ইজ্জাত আল-রিশেক এক বিবৃতিতে জানান, বুধবার মধ্যস্থতাকারীদের দেয়া যুদ্ধবিরতি চুক্তির ঘোষণায় তারা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

সূত্র : আল জাজিরা

Share Now

এই বিভাগের আরও খবর