ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গে আটকা পড়া ৮ শ্রমিকের ভাগ্য অনিশ্চিত

সময়: 9:06 am - February 23, 2025 |

মানব কথা: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় একটি নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া আট শ্রমিকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।

আজ রোববার পর্যন্ত তাদের উদ্ধার করতে না পাড়ায় অনিশ্চিত হয়ে পড়ে তাদের ভাগ্য।

তাদের উদ্ধারকারী দলের তদারকির দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা শ্রমিকদের উদ্ধারে নতুন করে তৈরি করা রাস্তাতেও বাধার মুখে পড়েছেন।

একজন কর্মকর্তা জানিয়েছেন, সুড়ঙ্গের ধসে পড়া অংশটি দুর্গম। আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য তাদের বিকল্প পথ খুঁজতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তেলেঙ্গানার নাগারকুর্নুল জেলায় শ্রীশৈলম লেফট ক্যানেল (এসএলবিসি) প্রকল্পের ওপরের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। যখন র্দুঘটনাটি হয় তখন সেখানে একটি লিকেজ মেরামতের জন্য সুড়েঙ্গের ভিতরে প্রায় ৫০ জন শ্রমিক ছিলেন। বাকিরা বের হয়ে আসতে পারলেও আটজন ভেতরে আটকে পড়েন। আটকেপড়াদের মধ্যে দু’জন প্রকৌশলী, দু’জন কারিগরি কর্মী ও চারজন শ্রমিক রয়েছেন। সূত্র : ইউএনবি

Share Now

এই বিভাগের আরও খবর