৪০ বছরের মধ্যে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সৌদি যাচ্ছেন মোদি

সময়: 10:41 am - April 22, 2025 |

মানব কথা: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ধ্যায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সাথে তার বৈঠকে ভারতীয় হজযাত্রীদের কোটাসহ হজ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার (২২ এপ্রিল) সৌদি আরব সফরে যাচ্ছেন। জেদ্দায় ৪০ বছরের মধ্যে এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। তার সফরকালে ভারত ও সৌদি আরব কমপক্ষে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে।

বিষটির সাথে সংশ্লিষ্ট একাধিক উচ্চপদস্থ সূত্র ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছে, মোদি সন্ধ্যায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সাথে তার বৈঠকে ভারতীয় হজযাত্রীদের কোটাসহ হজ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও উভয়পক্ষ মহাকাশ, শক্তি, স্বাস্থ্য, বিজ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণা, সংস্কৃতি ও উন্নত প্রযুক্তির ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।

একজন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘বিস্তারিত চূড়ান্ত করার জন্য সোমবার গভীর রাতে রিয়াদে বৈঠক অব্যাহত ছিল। এ সময় এক ডজনেরও বেশি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কয়েকটি সরকারি পর্যায়ে স্বাক্ষরিত হবে।’

সূত্রটি আরো জানিয়েছে, মোদির আগমনের ২৪ ঘণ্টা আগে থেকে অতিরিক্ত বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের প্রচেষ্টা চলছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরের আগে সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান পিটিআইকে বলেন, ‘ভারত ও সৌদি আরবের মধ্যে যোগাযোগের দিক থেকে জেদ্দা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে জেদ্দা দুই দেশের মধ্যে বাণিজ্যের জন্য বন্দর ছিল এবং এটি মক্কার প্রবেশদ্বারও।’

Share Now

এই বিভাগের আরও খবর