টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

সময়: 10:30 am - July 7, 2025 |

মানব কথা: টাঙ্গাইলের ধনবাড়িতে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুরে বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে একজন।

ধনবাড়ি থানার এস এম শহীদুল্লাহ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী বাসের সঙ্গে মধুপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির একজন নিহত হন। আহতদের ধনবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাসটি আটক করলেও বাসের চালক পালিয়ে গেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর