ভবিষ্যতে সরকার প্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতা মূলক হওয়া উচিত : ফারুকী

সময়: 11:53 am - September 2, 2025 |

মানব কথা অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে প্রকাশিত পিলখানা ট্র্যাজেডির ডকুমেন্টারি নিয়ে নিজের মন্তব্য তুলে ধরেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের মন্তব্য তুলে ধরেন তিনি।

এতে তিনি লিখেছেন, ‘পিলখানা : থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটা গাড়িতে বসে বসে আবার দেখছিলাম। শুরুর দিকে জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে। এর চেয়ে বড় কোনো বেঈমানি কী হতে পারে আমার জানা নাই।

তিনি লেখেন, র‍্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি বলে কাউকে তো পাঠালোই না বরং আয়োজন করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিল ৫৭ জন অফিসারকে। এই বেঈমানির পেছনে কি সেনাবাহিনীর প্রতি তার প‍্যাথলোজিক‍্যাল হেইট্রেড কাজ করেছে?
ভবিষ্যতে সরকারপ্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত : ফারুকী

ফারুকী লেখেন, এসব দেখে আমার মনে হয়, ভবিষ্যতে হেড অব দ্য গভর্নমেন্ট যিনিই হবেন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।

এর আগে, সোমবার (০১ সেপ্টেম্বর) পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রমাণ্যচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ নামের প্রমাণ্যচিত্র প্রকাশ করা হয় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে।

প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী আমলের দুঃশাসন ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হচ্ছে অনেক প্রামাণ্যচিত্র। এর অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ‘থার্টি সিক্স আওয়ার্স অব বিট্রেয়াল’ প্রামাণ্যচিত্রটি আজ মুক্তি পেল।

এতে বলা হয়, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক সন্ধিক্ষণ, যেখান থেকে উত্থান ঘটেছিল ফ্যাসিবাদের, যেখান থেকে শুরু হয় ১৬ বছরের পরাধীনতা।

এদিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, যেখান থেকে উত্থান ঘটে ফ্যাসিবাদের, যেখান থেকে শুরু পরাধীনতার ১৬ বছরের।

এতে বলা হয়, ফ্যাসিবাদী দুঃশাসন ও জুলাই অভ‍্যুত্থান নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হচ্ছে ডকুমেন্টারি সিরিজ। এর অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ‘থার্টি সিক্স আওয়ার্স অব বিট্রেয়াল’ ফিল্মটি প্রকাশ হলো।

Share Now

এই বিভাগের আরও খবর