রাজন সরকার রাব্বি’তে রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাব রেলিগেশন থেকে রক্ষা
সময়: 12:21 pm - September 2, 2025 |

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত মেঘনা ব্যাংক ঢাকা সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ ২০২৪–২৫ এ রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবকে রেলিগেশন থেকে রক্ষা করেছেন লেফট-আর্ম স্পিনার রাজন সরকার রাব্বি।
৪ ম্যাচে ৭ উইকেট শিকার করে তিনি দলকে পুরোপুরি সেভ করেন। সর্বশেষ ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও লাভ করেন তিনি।
দীর্ঘ ৯ বছর ঢাকার লিগ ক্রিকেট থেকে বাইরে ছিলেন রাজন সরকার রাব্বি। মাঝে মাঝে করপোরেট ক্রিকেট খেললেও চাকরি ও ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততার কারণে মূলত ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।
পরবর্তীতে রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের ম্যানেজার ডাহাব হোসেন রাজ এবং কোচ তহিদ খান মুন এর উদ্যোগে আবারও ঢাকা লিগে ফেরার সুযোগ পান রাব্বি। রায়েরবাজার এর সকলের প্রত্যাশা আগামী ২০২৫–২৬ মৌসুমেও তিনি রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের হয়েই খেলবেন।