ফিটনেসবিহীন গাড়ি দ্রুতই সরানো হবে: সড়ক উপদেষ্টা

সময়: 11:05 am - October 22, 2025 |

মানব কথা: বিআরটিএ-কে নিয়ন্ত্রণমূলক সংস্থা নয় বরং সেবামূলক সংস্থায় পরিণত করতে ড্রাইভিং ইনস্টিটিউটের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর তেঁজগাওয়ে নিরাপদ সড়ক দিবসের আলোচনায় তিনি একথা জানান।

সড়ক দুর্ঘটনায় ফিটনেসবিহীন যানবাহনগুলোকে অন্যতম কারণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাস্তা থেকে দ্রুতই ফিটনেসবিহীন গাড়ি সরিয়ে ফেলা হবে। পাশপাশি মোটরসাইকেল আরোহীদের অবশ্যই হেলমেট ব্যবহারের তাগিদ দেন তিনি। জেলা পর্যায়ে মোটরসাইকেল চালকদের মাঝে ১০ হাজার হেলমেট বিতরণ করা হবে বলেও জানান।

এ সময় সড়ক দুর্ঘটনায় যারা নিহত বা ক্ষতিগ্রস্ত হয় তাদের সহায়তা দিতে বিআরটিএকে নির্দেশনা দেন উপদেষ্টা। পরে বিআরটিএ নির্বাচিত দেশের ১৬ জন দক্ষ গাড়ি চালকদের পুরস্কার ও মোটর সাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Share Now

এই বিভাগের আরও খবর