মেসির জোড়া গোলে জিতল মায়ামি

সময়: 5:54 am - September 15, 2024 |

মানব কথা: লিওনেল মেসি চোটের কারণে দুই মাস মাঠের বাইরে ছিলেন। অবশেষে ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের ম্যাচ দিয়ে মাঠের ফুটবলে ফিরেছেন। আর সেই ফেরাটি তিনি রাঙিয়ে রেখেছেন জোড়া গোল করে।

ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ৩-১ গোলে জিতেছে মায়ামি। ম্যাচের যোগ করা সময়ে লুইস সুয়ারেজের ব্যবধান বাড়ানো গোলটিতে অ্যাসিস্ট ছিলেন মেসি।

মেসির ফেরার ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে মার্কিন ক্লাবটি। মিকায়েল উরের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। ২৬ ও ৩০ মিনিটে জোড়া গোল করে মায়ামিকে ম্যাচে ফেরার মেসি। তার দুই গোলের উৎসব বার্সার সাবেক দুই সতীর্থ। সুইস সুয়ারেজের অ্যাসিস্টে প্রথম গোলটি পান মেসি। আর দ্বিতীয় গোলের উৎস ছিলেন জর্দি আলবা।

এ জয়ে এমএলএসের ২৮ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের তালিকার শীর্ষস্থান পাকাপোক্ত করল মায়ামি। দুইয়ে থাকা সিনসিনাটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে ফ্লোরিডার ক্লাবটি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স বিবেচনায় নিলেও মেসির মায়ামিই সবার ওপরে।

Share Now

এই বিভাগের আরও খবর