পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা হচ্ছে

সময়: 11:31 am - November 14, 2024 |

মানব কথা: মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কিছু কর্মকর্তাদের বরখাস্ত করবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাদের তালিকা করছে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল (ট্রানজিশন টিম)।

ধারণা করা হচ্ছে, এই তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন।

মার্কিন প্রতিরক্ষা দফতরে (পেন্টাগন) এমন ঘটনা ঘটলে তা হবে অভূতপূর্ব। এতে পেন্টাগন একটা বড় ঝাঁকুনিও খাবে।

সূত্রগুলো বলেছে, পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সাথে সাথে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

যে সূত্রগুলো এসব কথা বলেছে, তারা ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজের ব্যাপারে অবগত। তারা এই পরিকল্পনা সম্পর্কে খোলামেলাভাবে কথা বলার জন্য নিজেদের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে।

সূত্র : জেরুসালেম পোস্ট

Share Now

এই বিভাগের আরও খবর