বিপিএলে মাশরাফির খেলা নির্ভর করছে পরিস্থিতির ওপর
মানব কথা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশরাফি বিন মর্তুজা খেলার জন্য ফিট নয় বলে জানিয়ে সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন বলেছেন, সে (মাশরাফি) এখনও আমাদের স্কোয়াডে আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে (তার খেলার বিষয়), ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।
শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাশরাফির ব্যাপারে আশাবাদী জানিয়ে সিলেটের কোচ বলেন, যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনবো না ওকে। আমরা ওর জন্য অপেক্ষা করবো। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো।
মাশরাফির সঙ্গে কথাবার্তা প্রসঙ্গে মাহমুদ ইমন বলেন, কথাবার্তা চলছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে সব। তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জনসম্মুখে মাশরাফিকে দেখা যায়নি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন তিনি। একাধিক মামলায় তাকে আসামিও করা হয়েছে।