এইচ এম আল-আমিন সাফা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত
মানব কথা: পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন সাফা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ধানীসাফার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট সমাজ সেবক এইচ এম আল আমিন। তিনি সাফা মাধ্যমিক বিদ্যালরে প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম ইসহাক মিয়ার বড় ছেলে মরহুম এস এম সোহরাব হোসেনের কনিষ্ঠ ছেলে।
গত রোববার (৫ জানুয়ারি ২৫) তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল কর্তৃক ৪ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয় যার মেয়াদ গত ৫ জানুয়ারি ২০২৫ থেকে আগামী ৬ মাস ।
সভাপতি এইচ এম আল আমিন জানান, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার মানোন্নয়েনে দ্রুত পদক্ষেপ নিতে ভূমিকা রাখবে এ পরিচালনা পর্ষদ কমিটি। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার । একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক, মানবিক গুনাবলি সম্পন্ন জাতি গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। আমরা মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের, সৎ , দেশপ্রেমিক ও মানবিক গুণাবলি সম্পন্ন জাতি গড়তে বদ্ধপরিকর।