এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল ইসরাইল

সময়: 1:51 pm - March 10, 2025 |

মানব কথা: গাজায় ত্রাণ সরবরাহ বন্ধের পর এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। এতে স্থানীয় একটি ডিস্যালিনেশন প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজায় ত্রাণ সরবরাহ বন্ধের পর এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। এতে স্থানীয় একটি ডিস্যালিনেশন প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১০ মার্চ) বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে শুষ্ক ভূখণ্ডের কিছু অংশের জন্য জলবিদ্যুৎ উৎপাদনকারী একটি ডিস্যালিনেশন প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। হামাস এটিকে ইসরাইলের ‘অনাহার নীতির’ অংশ হিসেবে অভিহিত করেছে।

সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইল গত সপ্তাহে ২০ লাখের বেশি ফিলিস্তিনির র জন্য পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। এটি যেন যুদ্ধের প্রথম দিনগুলোর মতো অবস্থার প্রতিধ্বনি।

ইসরাইল মূলত যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ আরো বাড়াতে ইচ্ছুক। এর মাধ্যমে তারা অবশিষ্ট বন্দীদের অর্ধেককেও মুক্ত করতে চায়। কিন্তু প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হামাস দ্বিতীয় পর্যায় শুরু করতে বেশি আগ্রহী। যার মধ্যে রয়েছে অবশিষ্ট বন্দীদের মুক্তি, গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। কিন্তু ইসরাইল কৃত চুক্তির শর্ত পূরণে টালবাহানা করছে।

তবে হামাস সতর্ক করে দিয়েছে যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে বন্দীদের উপর এর প্রভাব পড়তে পারে। একইসাথে তারা জানিয়েছে যে তারা চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা শেষ করেছে।

উল্লেখ্য, হামাসের হাতে এখনো ২৪ ইসরাইলি বন্দী রয়েছে। এছাড়া আরো ৩৫ ইসরাইলির লাশ রয়েছে।

সূত্র : এপি

Share Now

এই বিভাগের আরও খবর